সব সময়ের আমল

** সব সময় বিশেষ করে ফরজ নামাজের পরে এই দোয়াটি পড়ার অভ্যাস করুন। **

اِلٰهِي!
أَنْتَ مَقْصُوْدِيْ،
وَرِضَاكَ مَطْلُوْبِيْ،
فَأَعْطِنِيْ مُحَبَّتَكَ وَمَعْرِفَتَكَ.

হে আল্লাহ,
তুমি আমার উদ্দেশ্য,
তোমার সন্তুষ্টি আমার কাম্য,
আমাকে তোমার ভালোবাসা ও পরিচয় দান করো!

★★ যে কোন সময় মুরাকাবার কথা স্মরণ হলেই, এবং মুরাকাবা করার সময় এই দোয়া টি পড়ার অভ্যাস করুন।★★
يَا خَفِيَّ اللُّطْفِ أَدْرِكْنِيْ بِلُطْفِكَ الْخَفِيًّ.