প্রতিদিনকার আমল

১. ইসতিগফার
সকালে ১০০ বার ও বিকালে ১০০ বার ইসতিগফার পড়া, তাওবা করা।
أَسْتَغْفِرُ اللّٰهَ رَبِّيْ مِنْ كُلِّ ذَنْبٍ وَأَتُوْبُ إِلَيْهِ.

২. দরুদ শরিফ
সকালে ১০০ বার ও বিকালে ১০০ বার দরুদ শরিফ পড়া।
اللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَّ عَلٰى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَّ بَارِكْ وَ سَلِّمْ.

৩. কুরআন শরীফ
নিয়ম করে দৈনিক কুরআন শরীফের তিলাওয়াত করা। যেমন ১৫ মিনিট, আধা ঘন্টা, এক ঘন্টা অথবা পাঁচ পৃষ্ঠা, আধা পারা, এক পারা।

৪. ওয়াকূফে কালবী
ওয়াকূফে কালবী করা তথা হৃদয়ের হাল সম্পর্কে অবগত থাকা। সর্বক্ষণ আল্লাহ কে স্মরণ করা, অন্তরে আল্লাহ কে স্মরণ রাখা।

৫. মুরাকাবা
মুরাকাবা করার অর্থ হল: আল্লাহর রহমতের অপেক্ষা করা। আল্লাহর রহমত কে উপলব্ধি করা। ধ্যান করা যে আল্লাহর রহমত আসছে, কালবে ঢুকছে, গুনাহের সকল কালিমা মুছে যাচ্ছে, কালব আল্লাহর রহমতে ও মুহাব্বাতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, কালব থেকে আল্লাহর প্রেমের ধ্বনি বের হচ্ছে : আল্লাহ.. আল্লাহ.. আল্লাহ..। হৃদয়ে হৃদয়ে শুনা : আল্লাহ.. আল্লাহ.. আল্লাহ.।

৬. রাবেতায়ে শাইখ
দীন শেখার জন্য, দীনের উপর চলার জন্য, ওয়াসওয়াসা ও কুমন্ত্রণা থেকে বেঁচে ইখলাছ ও ইহসানের সাথে আল্লাহর হুকুম সঠিক ভাবে পালন করার জন্য, জাহেরী ও বাতেনী তারবিয়াতের জন্য শাইখের সাথে অথবা শাইখের প্রতিনিধির সাথে যোগাযোগ রাখা, পরামর্শ মত আমল করা, সবক নেয়া, দুয়া ও তাওয়াজ্জুহ নেয়া।