তোমার খোঁজে আমি তুর পাহাড়ের দেশে

একটু পড়ে দেখুন

লেখক: মাওলানা পীর যুলফিকার আহমদ নকশাবন্দী
অনুবাদক: শোআইব আহমাদ
প্রকাশনী: আশরাফ বুক ডিপো
পৃষ্ঠা সংখ্যা: ৪৮

Description

‘তুর পাহাড়ের দেশে’ মূলত একটি উর্দু রিসালার ভাষান্তর। এই রিসালাটি নকশাবন্দী সাহেবের লিখিত কোন রিসালা নয়, জাম্বিয়া সফরের এক বয়ানে তিনি তুর পাহাড়ের সফরনামার বর্ণনা দেন; মূল রিসালাটি সেই বয়ানের শ্রুতিলিখন। সংকলন করেছেন, মাওলানা সালাহুদ্দিন সাইফি নকশাবন্দী। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ২০০৯ সালে।
আল্লাহর রহমতে রিসালাটি আমি আদ্যোপান্ত পড়ি। পড়ে ভালো লাগলো। এই সফরনামায় সফরের খুঁটিনাটির বর্ণনা নেই যদিও, কিন্তু সফরের ধারাবাহিতা ও আল্লাহ প্রেমের সন্ধানে ছুটে চলা এক আশিক বান্দার ‘আজীব হালত’ এর বর্ণনা রয়েছে; যা পাঠককে বিস্মিত করবে। আল্লাহর ওপর কীভাবে তাওয়াককুল করতে হবে! কীভাবে দুআকে কবুল করিয়ে নিতে হবে! সবই জানা যাবে সফরনামার পাতায়। ইনশাআল্লাহ।
বইটিতে গুরুত্বপূর্ণ তথ্য ও তত্ত্ব পেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *